শেয়ার বিজ ডেস্ক: কভিড-১৯-এর দৈনিক সংক্রমণে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত) শীর্ষে ছিল জার্মানি। এদিন সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে এ তথ্য।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণের হিসেবে শীর্ষে থাকা জার্মানিতে গত শুক্রবার কভিডে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ২ লাখ ২৯ হাজার ৯৮৯ জন। এদিন দেশটিতে মৃত্যু হয়েছে ২১৫ জনের। একই দিন কভিডে যুক্তরাষ্ট্রে মারা যান ১ হাজার ৮৪৪ জন। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় কভিডে রাশিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৯৪৯ জন। মারা গেছেন ৭২২ জন। এ সময় ব্রাজিলে ১ লাখ ৬৬ হাজার ৩ জন নতুন আক্রান্ত হন। মারা গেছেন ১ হাজার ১২১ জন। ফ্রান্সে নতুন আক্রান্ত হয় ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন, মারা গেছেন ৩২৯ জন। জাপানে নতুন করে আক্রান্ত হয় ১ লাখ ৯৭ জন, মৃত্যু হয় ১৭৫ জনের। তালিকায় উপরের দিকে থাকা তুরস্কে এদিন নতুন করে আক্রান্ত হন ৯৫ হাজার ৬৫ জন, মৃত্যু হয় ২৫৩ জনের। নেদারল্যান্ডসে নতুন আক্রান্ত হয় ৮০ হাজার ৬১০ জন, মৃত্যু হয় ১৯ জনের। ইতালিতে নতুন আক্রান্ত ৬৭ হাজার ১৫২ জন, মৃত্যু হয় ৩৩৪ জনের। এছাড়া যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয় ৫৮ হাজার ৮৯৯ জন, মৃত্যুর হয় ১৯৩ জনের।
এই দেশগুলোসহ গত শুক্রবার বিশ্বে কভিডে আক্রান্ত হন ২৩ লাখ ৩ হাজার ৪০৬ জন। একই সময় মারা গেছেন ১০ হাজার ৮৫৪ জন। তাদের নিয়ে বিশ্বে কভিডে আক্রান্ত হওয়া মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৪০ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ১৩৭ জনে, আর মোট মৃতের সংখ্যা হয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৩৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় কভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪ লাখ ৪৪ হাজার ৯৪৪ জন। তাদের নিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে
ওঠা ব্যক্তির সংখ্যা পৌঁছাল ৩২ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার
৪৯৮ জন। বর্তমানে বিশ্বজুড়ে কভিড রোগী রয়েছেন ৭৪ কোটি ২৬ লাখ ১ হাজার ২৮২ জন। তাদের মধ্যে ৭৪ কোটি ১৭ লাখ ২ হাজার ৬৭৪ জন করোনার মৃদু উপসর্গ বহন করছেন। আর গুরুতর অসুস্থের সংখ্যা ৮৮ হাজার ৬০৮ জন।