Print Date & Time : 11 September 2025 Thursday 3:00 am

দোয়ারিতে ধরা পড়ল ১৩ কেজি ওজনের বোয়াল

প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে দোয়ারিতে ধরা পড়ল ১৩ কেজি ওজনের বোয়াল। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার পদ্মা ও ভুবনেশ্বর নদের মোহনা চর বলাইশা এলাকায় এ মাছটি ধরা পড়ে। সদরপুরের ঢেউখালী ইউনিয়নের রাম সুন্দরডাঙ্গী গ্রামের বাসিন্দা কামাল হোসেন ব্যাপারীর (৩৩) পাতা দোয়ারিতে ধরা পড়ে এ মাছটি।

কামাল হোসেন ব্যাপারী মাছটি নিয়ে চরভদ্রাসন উপজেলা সদর মাছ বাজারে আসেন। বাজারের আড়তদার জসীম খান (৫৩) মাছটি খোলা ডাকের মাধ্যমে ১৫ হাজার ৫০০ টাকায় মাছ ব্যবসায়ী রিপন হালদারের কাছে বিক্রি করেন।

পরে রিমন হালদারের কাছ থেকে ১৬ হাজার ৩০০ টাকায় যৌথভাবে এ মাছটি কেনেন বিএস ডাঙ্গী গ্রামের দুই বাসিন্দা আব্দুল রশিদ মোল্লার ছেলে মুকুল মোল্লা (৩৮) ও প্রতিবেশী রাজ্জাক শেখের ছেলে মোস্তফা শেখ (৩৫)।