Print Date & Time : 7 July 2025 Monday 5:33 am

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ৫ কিলোমিটার এলাকাজুড়ে এলাকাজুড়ে যানবাহনের লম্বা সারি তৈরি হয়েছে। এতে ফেরি পারের অপেক্ষায় আটকে পরেছে অন্তত পাঁচ শতাধিক যানবাহন, যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

শনিবার (২৩ এপ্রিল) সকালে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনের বাড়তি চাপে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত ৫ কিলোমিটার এলাকাজুড়ে লম্বা যানজট তৈরি হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, ঈদের আগে ও পরে পণ্যবাহী ট্রাক বন্ধ থাকার খবরে পণ্যবাহী ট্রাকগুলো একযোগে রাজধানীমুখী হয়েছে। তাছাড়া ঢাকা থেকেও অনেকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজনকে আগেই পাঠিয়ে দিচ্ছেন। যে কারণে ঘাটের দুই প্রান্তেই কিছুটা যানবাহনের চাপ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এই নৌরুটে বর্তমানে ১৯ টি ফেরি চলাচল করলেও, ঈদ উপলক্ষে আরও দুইটি ফেরি বহরে যুক্ত হবে।