Print Date & Time : 3 August 2025 Sunday 9:51 pm

দ্বিতীয় ইউনিটের কাজ শুরু করেছে ফার কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ইউনিটের কাজ শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথা জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় ইউনিট স্থাপনের লক্ষ্যে সিভিল কনস্ট্রাকশনের কাজ শুরু করেছে। আর প্রি-ফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার বিল্ডিং ফ্যাক্টরিতে আংশিক মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ইতোমধ্যে এলসিও খুলেছে। অবশিষ্ট মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য এলসির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।