Print Date & Time : 1 August 2025 Friday 7:19 pm

দ্বিতীয় ঘণ্টা শেষে ৫৬৯ কোটিতে লেনদেন

শেয়ার বিজ:  বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল, বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোন, ব্যাংকিং ও আর্থিক খাতের প্রতিষ্ঠান লঙ্কাবাংলা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, এবি ব্যাংক, সিটি ব্যাংক, শাহজালাল ব্যাংক এবং প্রকৌশল খাতের কোম্পানি বিডি থাই অ্যালুুমিনিয়াম লিমিটেডের  ওপর ভর করে মঙ্গলবার (২১ নভেম্বর) লেনদেন চলছে। দুপুর সাড়ে ১২ টায় দ্বিতীয় ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৫৬৯ কোটি টাকা ছাড়িয়েছে। তবে গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির দরপতনের কারণে দ্বিতীয় ঘণ্টায় ডিএসইর সার্বিক সূচকের পতন লক্ষ করা যায়।

তথ্যমতে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ঘণ্টা শেষে বাজারের পতনের কারণ হয়ে ওঠে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট।

অন্যদিকে দ্বিতীয় ঘণ্টায় ডিএসইর সার্বিক সূচক কমে ১৩ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিকে ডিএসইতে মোট ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টি, কমেছে ১১৯টির। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৩টি কোম্পানি-ফান্ডের দর অপরিবর্তিত রয়েছে।