দ্বিতীয় প্রান্তিকেও ঘুরে দাঁড়াতে পারেনি গাড়ি নির্মাণশিল্প

শেয়ার বিজ ডেস্ক: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্বের গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠানগুলো। তাদের মুনাফার নিম্মুমুখী প্রবণতা অব্যাহত রয়েছে বলে একটি পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে এসেছে। বিশ্বের শীর্ষস্থানীয় ১৬টি গাড়ি তৈরি গ্রুপের তথ্য তুলে ধরে পরিদর্শন ও পরামর্শক প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই) এ প্রতিবেদন প্রকাশ করেছে। খবর: সিনহুয়া।
ইওয়াই’র স্বয়ংক্রিয়তা ও পরিবহন বিভাগের প্রধান কনস্ট্যান্টিন গল বলেছেন, বৈশ্বিক গাড়ি তৈরি শিল্প বিক্রি ও মুনাফার ক্ষেত্রে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের ১৬টি শীর্ষ গাড়ি নির্মাতা গ্রুপের মোট মুনাফা ১৮ শতাংশ কমে গেছে। শীর্ষস্থানীয় সব বাজারে নতুন গাড়ি বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। সব মিলিয়ে বৈশ্বিক গাড়ি বিক্রির পরিমাণ কমেছে পাঁচ শতাংশ। শুধু মিতসুবিসি, হোন্ডা, টয়োটা ও বিএমডব্লিউ’র গাড়ি বিক্রি আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
যেসব দেশের গাড়ি বিক্রি কমেছে, তার মধ্যে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি কমার পরিমাণ যথাক্রমে ১০ ও ৯ শতাংশ। শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাপানের টয়োটা কোম্পানি জার্মানির ভক্সওয়াগনের তুলনায় সামান্য এগিয়ে রয়েছে। যদিও স্বয়ংক্রিয়তা ও বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য বিপুল পরিমাণ বিনিয়োগ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
অবশ্য অধিকাংশ কোম্পানিই তাদের রাজস্ব বৃদ্ধি করতে সক্ষম হচ্ছে, কারণ এসইউভি গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে। সব মিলিয়ে ১৬টি শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের রাজস্ব আয় এক দশমিক তিন শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রাজস্ব আয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে জার্মানির নির্মাতারা সবচেয়ে বেশি পাঁচ দশমিক দুই শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি করেছে। এছাড়া ফ্রান্সের প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধি চার দশমিক সাত শতাংশ।