দ্বিতীয় প্রান্তিকের তথ্য জানাবে সেন্ট্রাল ফার্মা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মা লিমিটেডের লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল চারটায় কোম্পানিটির সভা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে ।

সূত্র জানায়, সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের তথ্য জানা যাবে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ২০১৬ পর্যন্ত সমাপ্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা চার পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্যে দায় দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সা।