দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করলো শমরিতা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতাল দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জুলাই-ডিসেম্বর মেয়াদে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা পাঁচ পয়সা।

গত বছরের একই সময়ে যা ছিল এক টাকা আট পয়সা।

৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫১ টাকা এক পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৪৯ টাকা ৮৯ পয়সা।

উল্লেখ্য, আবাসন ও সেবা খাতের কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেড ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।