Print Date & Time : 16 August 2025 Saturday 1:08 pm

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাসদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি গতকাল বুধবার বেলা ১১টায় জিপিওর সামনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার। মিছিল-পূর্ব মানববন্ধনে বক্তব্য দেন জাসদ ঢাকা মহানগরের সমন্বয়ক ও জাসদ সহসভাপতি মীর হোসাইন আক্তার, মহানগর উত্তরের সভাপতি ও জাসদ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মো. মোহসীন, জাসদ যুগ্ম সাধারণ ও জাতীয় যুবজোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) সভাপতি আহসান হাবিব শামীম প্রমুখ। সভা পরিচালনা করেন, জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন।

সভায় বক্তারা বলেন, চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, পোলট্রি মুরগি, ডিমের অস্বাভাবিক অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিন্ম আয়ের সাধারণ মানুষের জীবনে টানাপড়েন নাভিশ্বাস উঠেছে। তারা বলেন, বাজার সিন্ডিকেটের কারসাজির কারণেই নিত্যপণ্যের বাজার আজ নিয়ন্ত্রণহীন। বাজার সিন্ডিকেটের দাপট দেখে মনে হয় সরকার ও প্রশাসন বাজার সিন্ডিকেটের কাছে অসহায়। জাসদ নেতারা, বাজার সিন্ডিকেট দমন করার পাশাপাশি টিসিবির উদ্যোগে ওএমএস পদ্ধতি খোলাবাজারে  ট্রাকে নিত্যপণ্য বিক্রির আওতা বৃদ্ধি এবং নি¤œ আয়ের মানুষ, শ্রমজীবী, কর্মজীবী মানুষের জন্য সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। মানববন্ধন-সমাবেশ শেষে জাসদের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউ, তোপখানা, পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে।