দ. কোরিয়ার জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল এডিবি

শেয়ার বিজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার জন্য চলতি বছরের অর্থনীতির পূর্বাভাস পরিবর্তন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছর দেশটির প্রবৃদ্ধি হতে পারে দুই দশমিক এক শতাংশ। দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর: সিনহুয়া।
এর আগে গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার প্রবৃদ্ধি দুই দশমিক চার শতাংশ হতে পারে বলে পূর্বাভাস করা হয়েছিল। দেশটির অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্য বিরোধ এবং অর্থনৈতিক মন্দার কারণে প্রবৃদ্ধি কমবে।
আগামী বছরের জন্যও দক্ষিণ কোরিয়ার প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে দেশটির প্রবৃদ্ধি হতে পারে দুই দশমিক চার শতাংশ। এর আগে জানানো হয়েছিল, আগামী বছর প্রবৃদ্ধি হতে পারে দুই দশমিক পাঁচ শতাংশ।
ব্যাংক অব কোরিয়া (বিওকে) গত জুলাইয়ে চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস দুই দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে দুই দশমিক দুই শতাংশ নির্ধারণ করে। এছাড়া সুদহার এক দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে এক দশমিক ৫০ শতাংশ ঘোষণা করে।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাও (ওইসিডি) দেশটির জিডিপির পূর্বাভাস পুনর্নির্ধারণ করেছে। সংস্থাটি এর আগে দুই দশমিক চার শতাংশ জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস করলেও নতুন করে তা দুই দশমিকর এক শতাংশ করা হয়েছে। বৈশ্বিক বাণিজ্যবিরোধের কারণে আগস্ট পর্যন্ত টানা ৯ মাস ধরে রফতানি কমেছে দক্ষিণ কোরিয়ার।
এ অবস্থার মধ্যেই জাপানের সঙ্গেও বাণিজ্য বিরোধে জড়িয়ে পড়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে মেমোরি চিপ ও ডিসপ্লে প্যানেল তৈরির তিনটি গুরুত্বপূর্ণ পণ্য রফতানিতে নীতি আরও কঠোর করেছে জাপান। এছাড়া দক্ষিণ কোরিয়াকে বিশ্বাসযোগ্য রফতানি অংশীদারিত্বের তালিকা থেকেও বাদ দিয়েছে জাপান। এর জবাবে সিউলও তাদের বিশ্বাসযোগ্য রফতানি অংশীদারের তালিকা থেকে জাপানকে বাদ দিয়েছে।