শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের চেইন কফি শপ স্টারবাকসের হাজার হাজার কর্মী গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রচারণার দিন হিসেবে পরিচিত ‘রেড কাপ ডে’ থেকে ধর্মঘট পালন করছেন। মেরিল্যান্ড রাজ্যসহ সারাদেশের স্টারবাকস বারিস্তারা এমন পদক্ষেপ নেন। খবর: সিবিএস নিউজ।
রেড কাপ ডে’তে স্টারবাকস তাদের গ্রাহকদের পুনর্ব্যবহারযোগ্য কাপ দেয়ার মাধ্যমে নিজেদের প্রচারণা চালিয়ে থাকে। এই দিনটিতে ধর্মঘট শুরুর মাধ্যমে কর্মীরা তাদের ধর্মঘটকে ‘রেড কাপ রিবেলিয়ন’ বলছেন।
মেরিল্যান্ডের এলিকট সিটির স্টারবাকস কর্মীরা ধর্মঘটে যোগ দেন। স্টারবাকস ওয়ার্কাস ইউনিয়নের পরিচালনায় এই আন্দোলনের কর্মীদের প্রধান চাওয়া কফি জায়ান্ট প্রতিষ্ঠানটিকে চাপ প্রয়োগের মাধ্যমে কর্মীদের সংখ্যা বাড়ানো।
এলিকট সিটির বারিস্তা স্যাম পেটি বলেন, আমরা এখানে কঠোর পরিশ্রম করছি। আমরা আমাদের ভাড়াও ঠিকমতো পরিশোধ করতে পারি না। ভেবে দেখুন, কর্মী সংকটে এখানে প্রতি ঘণ্টায় মাত্র তিনজন বারিস্তা ৩০ থেকে ৪০ ক্রেতার জন্য কফি পরিবেশন করছে।
ইউনিয়ন জানায়, রেড কাপ ডে উপলক্ষে স্টারবাকস তাদের ১০ হাজার পুনর্ব্যবহারযোগ্য কাপ দিয়েছিল। কর্মী সংকটে বিরক্ত ও অধৈর্য হয়ে ওঠা বিপুলসংখ্যক ক্রেতাকে কফি পরিবেশন করার সময় হিমশিম খেয়েছেন স্টারবাকসের কর্মীরা।
ইউনিয়ন বলছে, নিজেদের বিপণনের দিন অতিরিক্ত কর্মী সরবরাহ না করে এত বড় আয়োজনে কর্মীদের কাছ থেকে এমন বাড়তি শ্রম আদায় করা অন্যায্য। ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্তের ব্যাপারে ইউনিয়ন জানায়, কফি জায়ান্ট প্রতিষ্ঠানটি কর্মী নিয়োগ, সময়সূচি বা অন্যান্য সমস্যা নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়।
ইউনিয়ন আরও জানিয়েছে, ধর্মঘটের অংশ হিসেবে তারা কর্তৃপক্ষের কাছে রেড কাপ ডে’র মতো বিশেষ দিনে স্টারবাকসের অনলাইন সার্ভিস বন্ধের দাবি জানাবে।
স্টারবাকস কর্তৃপক্ষ বলছে, ইউনিয়ন তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় এবং কর্তৃপক্ষের চুক্তির প্রস্তাব কয়েক মাস ধরে প্রত্যাখ্যান করছে।