প্রতিনিধি, বরিশাল: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন ওরফে মাহিন (২৩) নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ গত সোমবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এজাহারে জানা গেছে, অভিযুক্ত মাহিন মাগুরা জেলার খালকুলপাড়া এলাকায় বাসিন্দা। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে বরিশাল পুলিশ লাইন্সে কর্মরত। সোমবার দুপুরে তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এক গৃহবধূ ধর্ষণ মামলা দায়ের করেন।
বরিশাল মহিলা কলেজের ছাত্রী হিসেবে ওই গৃহবধূ সন্তানসহ নগরীর একটি ভাড়া বাসায় থাকেন। এক বান্ধবীর মাধ্যমে ২০১৫ সালে মাহিনের সঙ্গে তার পরিচয় হয়। সম্প্রতি গৃহবধূর সঙ্গে তার স্বামীর দাম্পত্য কলহ হলে গৃহবধূ পুলিশ সদস্য মাহিনের সহযোগিতা চান। তখন আলাপের কথা বলে মাহিন বরিশালের বাসায় যাতায়াত করেন। একপর্যায়ে গত ৫ নভেম্বর গৃহবধূকে তার ভাড়াটিয়া বাসায় একা পেয়ে মাহিন ধর্ষণ করে।
এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখে। গত ১৯ ডিসেম্বর গৃহবধূর বাসায় এলে প্রতিবেশীরা মাহিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ধর্ষণ মামলা দায়েরের পর পুলিশ মাহিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।