Print Date & Time : 7 July 2025 Monday 4:00 pm

ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) সকালে শহরের হাটলক্ষিগঞ্জের লঞ্চ ঘাট এলাকার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ এস এম সোবহান জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে অজ্ঞাত ওই পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার ডান হাত ও বাম পা কাটা এছাড়াও ডান পায়ের ঘোড়ালি কাটা তাই ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। তবে এখনো মরদেহটির পরিচয় সনাক্ত করা যায়নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।