ধানমন্ডিতে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি-৬ এ একটি ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, আহত দু’জন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল বলেন, সকাল ৯টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি জানান, ওই ভবনে অগ্নিকাণ্ডের সময় ভবন মালিকের ছেলে রাফসানসহ অন্যরা ধোঁয়ায় অসুস্থ তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন। রাফসানদের বাসার গৃহকর্মী শাহেদাসহ দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।