Print Date & Time : 7 July 2025 Monday 5:55 pm

ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মাঠ থেকে গলায় ফাঁস ও পা বাঁধা অবস্থায় মফিজ (৫৫) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ইবি থানার বিত্তিপাড়া এলাকার গজনবীপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মফিজ বাড়ির কাছে চায়ের দোকান থেকে চা খেয়ে চলে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় কৃষকরা ধান ক্ষেতে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পান। মরদেহের গলা আর হাতে রশি দিয়ে বাঁধা ছিল।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুন জায়েদ বলেন, মরদেহের হাতে গলায় রশি বাঁধা অবস্থায় আমরা পেয়েছি। তাছাড়া দাঁতে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কারা কি কারণে হত্যা করেছে এখনও জানা যায়নি।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই আজিজ মন্ডলকে থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।