Print Date & Time : 31 July 2025 Thursday 4:39 am

ধামইরহাটে রাতে দেড়শ মন আধা পাকা ধান লুট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভোর রাতে জমির আধা পাকা প্রায় দেড়শ মন ধান লুটের অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। এতে জমির মালিকের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী ছোট ভাই বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়, উপজেলার বীর গ্রামের মৃত নায়েব মন্ডলের ছেলে এনামুল হকের আপন বড় ভাই রেজাউল ইসলাম ভাইকে ধ্বংস করার
লক্ষ্যে ২ একর ৭৪ শতাংশ জমির ধান গত ৩ মে ভোর রাতে লাঠিয়াল বাহিনী নিয়ে এসে জমির আধা পাকা ধান কেটে লুট করে নিয়ে যায়।

জমির মালিক তাৎক্ষনিক খবর পেয়ে জমিতে গেলে জমি ফাঁকা দেখতে পান। পরে সকালে সেখানে কিছু পড়ে থাকা ধান স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমানের নিকট জমা দেন থানা পুলিশ।

জমির মালিক এনামুল হক বলেন, আমার ভাই জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার
জেরে আমাকে ভিটেমাটি ছাড়া করতে আমার এই ক্ষতি করেছে। ২ একর ৭৪ শতাংশ জমির প্রায় দেড়শ মন আধাপাকা ধান লুট করে আমার প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকার
ক্ষতি করেছে।

ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এনামুলের বড় ভাই রেজাউল
ইসলাম শত্রুতা করে লোক লাগিয়ে এনামুলের ক্ষতি করার চেষ্টা করে আসছে। পূর্ব শত্রুতার জেরে রেজাউল ইসলামের বিরুদ্ধে এনামুল আদালতে মামলা করায় বড় ভাই রেজাউল ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা।

তবে অভিযুক্ত রেজাউল ইসলাম বলেন, আমার সাথে ভাইয়ের শত্রুতা আছে সে আমাকে দোষারোপ করতেই পারে।

ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে
আইনগত ব্যবস্থা নেয়া হবে।