ধামরাইয়ে অবৈধ ২টি ইট ভাটার চিমনি ধ্বংস

প্রতিনিধি, সাভার: ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক।

প্রশাসন জানায়, সারা দেশে সব অবৈধ ইট ভাটা আগামী চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

শুক্রবার বিকেলে (২৮ ফেব্রুয়ারি) ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ফোর স্টার ব্রিকস ও ইমন ব্রিকসের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। 

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামনুন আহমেদ অনীক জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ধামরাই উপজেলার সকল অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।