Print Date & Time : 11 September 2025 Thursday 11:37 am

ধামরাইয়ে ট্রাকচাপায় যুবক নিহত

প্রতিনিধি, সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে মিল্কভিটার দুধ পরিবহনকারী একটি ট্রাকের চাপায় চঞ্চল মোল্লা (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চঞ্চল মোল্লা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার চর নরান্দিয়া গ্রামের আবু সাঈদের ছেলে।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, মিল্কভিটার দুধবাহী একটি ট্রাক মানিকগঞ্জের পাটুরিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে সামনাসামনি মিল্কভিটার ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় ট্রাকটি সড়ক বিভাজন ভেঙে ওপরে উঠে গেলে ঘটনাস্থলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় মিল্কভিটার ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।