Print Date & Time : 5 July 2025 Saturday 9:38 pm

ধামরাইয়ে প্রাইভেটকারে অপহরণ, আটক ৪

প্রতিনিধি, সাভার (ঢাকা) : ধামরাইয়ে অভিনব কৌশলে প্রাইভেটকারে তুলে রফিকুল ইসলাম ও টুটুল মিয়াকে অপহরণের ঘটনা ঘটে। পরে মুক্তিপণের জন্য বিভিন্ন স্থানে ঘোরানোর সময় ভুক্তভোগীর চিৎকারে চার অপহরণকারীকে আটক করেছেন পথচারীরা। গতকাল শুক্রবার দুপুরে ধামরাই উপজেলার চাওনা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেনÑজয়নাল, মোশারফ হোসেন, মেহেদী হাসান ও আব্দুল আজিজ। অপরদিকে অপরণের শিকার রফিকুল ইসলাম বগুড়া জেলার ধুনট উপজেলার কাশিয়াহাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং টুটুল মিয়া একই এলাকার গোলাম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সকালে রফিকুল ও টুটুল আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে বগুড়ায় যাওয়ার উদ্দেশে আসেন। পরে তারা গাড়ির জন্য অপেক্ষা করার সময় একটি প্রাইভেটকার এসে জিজ্ঞাসা করে, তারা দুজন কোথায় যাবে? পরে রফিকুল ও টুটুল গন্তব্য জানিয়ে ভাড়ায় ঠিক করে প্রাইভেটকারে ওঠেন। এ সময় প্রাইভেটকারে ড্রাইভারসহ চারজন ছিলেন। এরপর প্রাইভেটকার বগুড়ার উদ্দেশে রওনা হয় এবং জিরানী এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা তিনজন রফিকুল ও টুটুলের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন এবং তাদের বাড়িতে স্বজনের কাছে ফোন করে আরও মুক্তিপণ দাবি করে। সে সময় অপহরণের শিকার ব্যক্তিদের বিভিন্ন স্থানে ঘোরাতে থাকে এবং একপর্যায়ে তাদের ধামরাইয়ের চাওনা এলাকায় নামিয়ে দেন। তখন তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে এসে প্রাইভেটকারসহ চারজনকে আটক করে পুলিশে দেয়।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, চাওনা থেকে চার অপহরণকারীকে পথচারীরা পুলিশে সোপর্দ করেছে। মূলত একটি প্রাইভেটাকারে যাত্রীবেশে থাকা তিনজন ও চালক দুই ব্যক্তিকে প্রাইভেকারে করে বগুড়া নেয়ার কথা বলে অপহরণ করেছিল। আটকদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।