Print Date & Time : 31 August 2025 Sunday 3:49 pm

ধামরাইয়ে মিল্কভিটার ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, সাভার (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে মিল্কভিটার দুধ পরিবহনকারী একটি ট্রাকের চাপায় চঞ্চল মোল্লা (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার (০৯ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চঞ্চল মোল্লা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার চর নরান্দিয়া গ্রামের আবু সাঈদের ছেলে।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, মিল্কভিটার দুধবাহী একটি ট্রাক মানিকগঞ্জের পাটুরিয়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মোটরসাইকেল ওভারটেকিং করতে গিয়ে সামনাসামনি মিল্কভিটার ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় ট্রাকটি সড়ক বিভাজন ভেঙ্গে উপরে উঠে গেলে ঘটনাস্থলে ওই ট্রাকের চাকার পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এঘটনায় মিল্কভিটার ট্রাকটি আটক জরা গেলেও এর চালক পালিয়ে গেছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পকেটে থাকা আইডিকার্ড থেকে তার পরিচয় প্রাথমিক ভাবে জানা গেছে। নিহত মোটরসাইকেল চালক চঞ্চল মোল্লা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বাসিন্দা। তবে নিহত ব্যক্তি কি করতেন, কোথায় যাচ্ছিলেন এবিষয়ে বিস্তারিত জানা যায়নি। নিহতের পরিবারের সাথে কথা বলে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।