ধামরাইয়ে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি, সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানা থেকে অনিক (১৯) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকায় কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত  অনিক নেত্রকোনা জেলার কুমারপুর এলাকার বাসিন্দা। তিনি করিম টেক্সটাইল লিমিটেডে রিং শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, খবর পেয়ে কারখানায় গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস আই শিমুল মোল্লা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।