ধামরাইয়ে বাড়ছে গ্রীষ্মকালীন টমেটো চাষ

 

 

জাহিদ হাসান, সাভার: ঢাকার ধামরাই উপজেলায় গ্রীষ্মকালীন টমেটো চাষ শুরু হয়েছে। এ টমেটোর বাজারদর যেমন ভালো, তেমনি ক্রেতার কাছে চাহিদা রয়েছে প্রচুর। ফলে কম খরচে বেশি লাভ পাওয়ায় উপজেলায় বাড়ছে গ্রীষ্মকালীন টমেটো চাষ। উপজেলার অনেক বেকার যুবক গ্রীষ্মকালীন টমেটো চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এখন বছরজুড়েই চাষ হচ্ছে সবজি। তার মধ্যে টমেটো অন্যতম। শীত মৌসুমে ৭০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। গ্রীষ্মেও ধামরাইয়ের কয়েকটি গ্রামে টমেটো চাষ শুরু হয়েছে। উপজেলার কৃষকদের কাছে গ্রীষ্মকালীন টমেটো চাষ নতুন একটি পদ্ধতি। ফলে সাহস করে যারা শুরু করছেন, প্রথমে একটু ধাক্কা খেলেও এখন ভালো ফল পাচ্ছেন। তাদের দেখে অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন। ফলে টমেটো চাষ প্রতিনিয়িত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

করিম মোল্লা নামে এক কৃষক জানান, অল্প জমিতে টমেটোর চাষ করা যায়। টমেটো চাষে খরচ ও খাটুনি কম।  তিনি এবার এক বিঘা জমিতে টমেটোর চাষ করেছেন। সব মিলিয়ে প্রায় ১৬-১৭ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছেন ৮০-৯০ হাজার টাকার টমেটো তিনি বিক্রি করতে পারবেন। দেপাসাই গ্রামের তরুণ টমেটোচাষি জহিরুল জানান, প্রথমে চাষ করতে গিয়ে কিছুটা লোকসানে পড়তে হয়েছে। সঠিক চাষাবাদ পদ্ধতির জ্ঞানের অভাবে এ সমস্যায় পড়তে হয়েছিল। পরে কৃষি কর্মকর্তাদের পরামর্শে ও অন্যান্য কৃষকের সহযোগিতায় এখন ভালো টমেটো চাষ করতে পেরেছেন। ফলে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখছেন। এবার তিনগুণ লাভ হবে বলে ধারণা তার।

ধামরাই এলাকা ঘুরে দেখা যায় অনেকটা ব্যস্ত সময় পার করছেন টমেটোচাষিরা। গাছের পরিচর্যা থেকে শুরু করে ক্ষেত থেকে টমেটো ওঠানোর কাজ করছেন। আরেক কৃষক জানান, বছরে এক সময় টমেটো দুই থেকে তিনবার চাষ হতো। এখন উন্নত মানের বীজ দিয়ে সারা বছরই চাষাবাদ করা যায়। তার দুই বিঘা জমির পুরোটায় প্রথমবার টমেটো চাষ করেছেন। তাকে দেখে এলাকার অনেক কৃষক গ্রীষ্মকালীন টমেটো চাষে আগ্রহী হয়ে উঠছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান সিকদার জানান, এ উপজেলায় স্বল্পপরিমাণ জমিতে গ্রীষ্মকালীন টমেটোর চাষ হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এর ব্যাপক চাষ শুরু হলেও এ উপজেলায় এখনও শুরু হয়নি। তবে কৃষক আগ্রহী হয়ে উঠছেন। খুব তাড়াতাড়িই এ অবস্থায় পরিবর্তন আসবে। টমেটো চাষে রোগবালাই খুব একটা হয় না। নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় সার প্রয়োগ করলে সহজেই রোগবালাইমুক্ত রাখা যায়। এছাড়া কৃষকদের টমেটো চাষে বিভিন্ন পরামর্শ দিতে মাঠ পর্যায়ে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। তিনি আরও বলেন, মৌসুম ছাড়া টমেটোর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে চাষিরা বাজারদরও খুব ভালো পাচ্ছেন।