শেয়ার বিজ ডেস্ক: ধূমপান নিষেধাজ্ঞায় আরও কঠোর পদক্ষেপ নিয়েছে মেক্সিকো। এজন্য দেশটি ধূমপানবিরোধী আইন কার্যকর করেছে। দেশটিতে গত বছর এ পদক্ষেপ প্রথম অনুমোদন পায়। খবর: বিবিসি।
মেক্সিকোর জনসমাগমস্থলে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধূমপান-সংক্রান্ত যাবতীয় বিজ্ঞাপন ও যেকোনো ধরনের প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে। কোনো দোকানে তামাকজাত দ্রব্য সাজিয়ে রাখা যাবে না। ভেপস ও ই-সিগারেটের বিরুদ্ধেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
মেক্সিকোয় ২০০৮ সাল থেকে তামাকবিরোধী আইন কার্যকর রয়েছে। তবে এতদিন তামাকবিরোধী আইনে শুধু বার, রেস্টুরেন্ট ও কর্মস্থলে ধূমপান নিষেধাজ্ঞা ছিল। নতুন আইনে এর পরিসর বাড়ানো হয়েছে। পার্ক, সমুদ্রসৈকত, হোটেল, কর্মস্থল ও জনসমাগম হয় এমন স্থানগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
এর আগে ২০২১ সালে প্রথমবারের মতো তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞার পদক্ষেপ নিয়েছিল দেশটি। লাতিন আমেরিকার অন্য দেশগুলোও ধূমপানমুক্ত পরিবেশ তৈরিতে আইন প্রণয়ন করেছে। তবে মেক্সিকোর আইনটিকে আমেরিকা মহাদেশে সবচেয়ে শক্তিশালী ও বিস্তৃত বলে মনে করা হচ্ছে।
এমন পদক্ষেপে অসন্তোষ জানিয়েছে ধূমপায়ীরা। অনেকে প্রশ্ন তুলছেন আইনটির ব্যাবহারিক দিক নিয়ে। এর মাধ্যমে পুলিশের দুর্নীতির নতুন পথ তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তারা। মেক্সিকোয় দুর্নীতিতে পুলিশের জড়িত থাকার ঘটনা ঘটে। অনেকের আশঙ্কা, জনসমক্ষে ধূমপানের কারণে জরিমানা ও শাস্তির বদলে অনেক পুলিশ সদস্য এ সুযোগে ঘুষ নিতে পারেন।
আমেরিকা মহাদেশের জনগণের স্বাস্থ্য ও জীবনমান নিয়ে কাজ করে আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংস্থা দ্য প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশন। সংস্থাটি এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি নিষেধাজ্ঞা কার্যকরের জন্য মেক্সিকো সরকারকে অভিনন্দন জানিয়েছে।
সংস্থাটি বলছে, বিশ্বে সবচেয়ে প্রতিরোধযোগ্য মৃত্যু হলো তামাকজাত দ্রব্য সেবনে মৃত্যু। প্রতিবছর ধূমপানের কারণে শুধু আমেরিকা মহাদেশে (উত্তর ও দক্ষিণ মিলিয়ে) ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়।