ক্রীড়া ডেস্ক: বেশ আগেই টেস্টের জার্সি তুলে রেখেছেন। সাম্প্রতিক সময়ে ওয়ানডের ফর্মটাও তেমন ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। ঠিক তখনই ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। মূলত এরপর থেকেই ভক্তদের মনে উঠেছে প্রশ্ন, তাহলে কি ধোনির ক্যারিয়ার শেষের পথে? যদিও ব্যাপারটি নিয়ে মোটেও চিন্তিত নন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ঘরের মাঠে কয়েকদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত। ওই সিরিজ শেষ হতে না হতেই অস্ট্রেলিয়ার বিমানে চাপবেন বিরাট কোহলিরা। সেখানেও আকাশি জার্সিধারীদের সফর শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। কিন্তু ওই দুই সিরিজে নেই ধোনি। তাতে অবশ্য মোটেও বিচলিত হননি ভারত অধিনায়ক, ‘আমি যদি ভুল না করি তবে নির্বাচকেরা এরই মাঝে এ বিষয়টার উত্তর দিয়েছে। আর তার সঙ্গে এ নিয়ে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এখানে বসে এ প্রশ্নের উত্তর কিংবা ব্যাখ্যা দেওয়ার কোনো কারণ দেখছি না। আমার ধারণা নির্বাচকেরা নিজেরাই কী ঘটেছে সেটা বর্ণনা করেছেন।’
ধোনির জায়গায় ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত। তরুণ এ তারকাকে নাকি ধোনিই দলে নিতে নির্বাচককে অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন কোহলি। তিনি বলেন ‘আমি ওই আলোচনার অংশ ছিলাম না, তাই এটা নির্বাচকেরা যে ব্যাখ্যা দিয়েছে সেটাই মেনে নিতে হবে। মানুষ এ ঘটনায় অনেক কিছু ধারণা করে নিচ্ছে। আমি আপনাদের নিশ্চিত করছি, তেমন কিছুই ঘটেনি। উনি এখনও দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। তার মনে হয়েছে টি-টোয়েন্টিতে ঋষভের মতো কারও বেশি সুযোগ পাওয়া উচিত।’
পরপর দুই সিরিজে নেই ধোনি। তাহলে কি আন্তর্জাতিক সিরিজে বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে তার? এ নিয়ে কোহলি বলেছেন, ‘ধোনি আমাদের সঙ্গে সবসময় ওয়ানডে খেলছেন, তাই এদিক থেকে দেখলে উনি তরুণদের সাহায্য করতে চাইছেন। অন্যরা কী ভাবছে এটা বিবেচ্য নয় এবং অধিনায়ক হিসেবে আমি এর নিশ্চয়তা দিচ্ছি।’
