Print Date & Time : 5 August 2025 Tuesday 5:42 pm

ধোনি-কোহলির ব্যাটে ফিরল ভারত

ক্রীড়া ডেস্ক: শন মার্শের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ভারতের সামনে বড় লক্ষ্যই দিয়েছিল অস্ট্রেলিয়া। একটা সময় ম্যাচের ভাগ্য দুলছিল দুই দিকেই। কিন্তু বিরাট কোহলির সময় উপযোগী ব্যাটিং আর মহেন্দ্র সিং ধোনির দারুণ ফিনিশিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় ভারত। তাতে তিন ম্যাচের সিরিজ বাঁচাল সফরকারীদের। কেননা প্রথম ওয়ানডেতে রবি শাস্ত্রীর শিষ্যরা হেরে পেছনে পড়েছিল। গতকাল তাই দলটির জন্য ম্যাচটি ছিল সিরিজে টিকে থাকার।
অ্যাডিলেডে গতকাল ভারত জিতেছে ৬ উইকেটে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শন মার্শ (১৩১) ও গ্লেন ম্যাক্সওয়েলের (৪৮) ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৮ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৪ বল আর ৬ উইকেট হাতে রেখে কোহলি (১০৪) ও ধোনির (৫৫*) দৃঢ়তায় সফরকারীরা জিতে যায় ম্যাচ। তাতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ এ সমতা বিরাজ করছে।
টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার ওপেনাররা কেউ গতকাল দাঁড়াতেই পারেনি। ইনিংসের সপ্তম ওভারে ভুবনেশ্বর কুমারের শেষ বলে অ্যারণ ফিঞ্চ বোল্ড হয়ে ফিরেন। এর কিছুক্ষণ পর অ্যালেক্স কুরি সাজঘরে ফেরেন ধাওয়ানের ক্যাচে মোহাম্মদ শামির শিকার হয়ে। এরপর উসমান খাজার সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন শন মার্শ। তার মধ্যে খাজার অবদান ২১। তখন এ ডানহাতি রবীন্দ্র জাদেজার দারুণ থ্রুতে রানআউট হয়ে ফেরেন।
৮২ রানে ৩ উইকেট হারালেও দমে যায়নি অস্ট্রেলিয়া। এক প্রান্ত আগলে রেখে দারুণ খেলতে থাকেন মার্শ। এক পর্যায়ে এ ডানহাতি ১০৮ বলে ১০ চারে সেঞ্চুরি তুলে নিয়ে স্বাগতিকদের রানের চাকা স্বচল রাখেন। শেষদিকে তাকে দারুণ সঙ্গ দেন ম্যাক্সওয়েল। যে কারণে লড়াইয়ের বড় পুঁজিই পেয়ে যায় অস্ট্রেলিয়া।
৪৫ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ভুবনেশ্বর কুমার। ৫৮ রানে ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি।
জবাব দিতে নেমে শিখর ধাওয়ান (৩২) ও রোহিত শর্মার ব্যাটে ভালো শুরু পায় ভারত। তারপরও একটা সময় হারের শঙ্কা ভর করেছিল সফরকারী শিবিরে। তবে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে অনেকটা ঠাণ্ডা মাথায় আগের দলের চাপ কাটান কোহলি। পরে নিজেকে স্বরূপে ফেরান এ ডানহাতি। এভাবে চলতে চলতে ভারত অধিনায়ক ১০৮ বলে ৫ চার ও ২ ছয়ে ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি তুলে নেন। এর কিছুক্ষণ পর ১০৪ রানে ফিরেন তিনি। তারপরও সফরকারীদের পথ হারাতে দেননি মহেন্দ্র সিং ধোনি। পঞ্চম উইকেটে দিনেশ কার্তিককে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। কার্তিক ১৪ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন। ধোনি ৫৪ বলে ৫৫ রানে অন্য প্রান্তে অপরাজিত ছিলেন।
ম্যাচজয়ী ১০৪ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন কোহলি।