প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) ডাসকো পাউন্ডেশনের সহযোগিতায় সিভিল সোসাইটি অর্গানাইজার এর আয়োজনে দিনব্যাপী এ সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়।
নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভায় সিভিল সোসাইটি অর্গানাইজার সভাপতি দীপংকর লাকড়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান । প্রধান আলোচক ছিলেন গল্প পরিচালক নুরুন নাহার সোমা । অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন সাংবাদিক আসাদুল ইসলাম। এ ছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।