প্রতিনিধি, নওগাঁ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর নওহাটায় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন মহাদেবপুর উপজেলার অধিবাসীরা। এতে স্থানীয় দুই শতাধিক মানুষ অংশ নেন। গতকাল দুপুরে নওহাটা মোড় বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প লাইন হ্যালো নওগাঁ।
মানববন্ধনে বক্তব্য রাখেন ১০ নম্বর ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, ভীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ময়েজ উদ্দীন, ভীমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, প্রচার সম্পাদক মো. আতাউর রহমান, রেড ফ্রাইডের চেয়ারম্যান মো. শাহিনুর আলম শাহীন প্রমুখ।
এসময় বক্তারা নওহাটা মোড়ে কেন বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, তার উপযুক্ত যুক্তি তুলে ধরেন। তারা বলেন, নওহাটা মোড়ের পাশে বেশ কিছু সরকারি খাসজমিসহ ইউনিয়নে মোট ২৯৯ একর জমি আছে। এই জমিগুলো সরকার নিজের হেফাজতে নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করলে সরকারের রাজস্ব খাত থেকে জমি অধিগ্রহণের খরচ অনেকাংশেই কমে যাবে। এজন্য তারা নওহাটা মোড়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।