Print Date & Time : 10 September 2025 Wednesday 8:02 pm

নওগাঁয় পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর আরজি নওগাঁ শেরপুর এলাকায় পুকুরে গোসল করতে নেমে চারজন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ২টায় বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নেমে তিন মেয়ে শিশু ও একটি ছেলে শিশু পানির নিচে তলিয়ে যায়।

তারা ওই এলাকার সালাম মণ্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মণ্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে ৪টি শিশু পুকুরে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। তারা ছয়জন ছিল। তাদের মধ্যে দুজন পুকুরে না নেমে বাড়িতে চলে যায়। আর বাকি চারজনকে পুকুরে কাদার সঙ্গে আটকা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।