Print Date & Time : 2 August 2025 Saturday 10:15 pm

নওগাঁয় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে ঘুষ গ্রহণের অভিযোগ

একে সাজু, নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান জেনিথ কনস্ট্রাকশনের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ওমর বক্স ও একই অফিসের হিসাবরক্ষক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ছয় লাখ ৫০ হাজার টাকার নির্মাণকাজে ৩৮ হাজার ৫০০ টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জেনিথের পক্ষে খন্দকার দেলোয়ার হোসেন ও ইলিয়াস সরকার বাদী হয়ে রানীনগর এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহ মোহাম্মদ শহিদুল হক, উপ-সহকারী প্রকৌশলী ওমর বক্স এবং হিসাবরক্ষক সাখাওয়াত হোসেনকে বিবাদী করে উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর গত ২ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দিয়েছেন। গত রোববার বিষয়টি জানাজানি হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণকালে উপ-সহকারী প্রকৌশলী ওমর বক্স তাদের কাছ থেকে ম্যুরালের ঢালাই কাজের সময় আট হাজার ৫০০ টাকা, সøাব করার সময় ১৫ হাজার টাকা ও বিলে স্বাক্ষরের সময় ১১ হাজার টাকা আদায় করেন। এছাড়া হিসাবরক্ষক সাখাওয়াত হোসেন উপজেলা প্রকৌশলীর স্বাক্ষরের জন্য চার হাজার টাকা নেন।

উপ-সহকারী প্রকৌশলী ওমর বক্স ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, নির্মাতা প্রতিষ্ঠান এ কাজে অনেক অনিয়ম করেছিল। তা সত্ত্বেও আমি বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণকাজ শতভাগ সঠিক করে আদায় করেছি। হয়তো সেই আক্ষেপ থেকেই আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ। উপজেলা প্রকৌশলী শাহ মো. শহিদুল হক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত এবং শুনানী গ্রহণের জন্য বাদী এবং বিবাদী উভয়পক্ষকে আগামী ৯ সেপ্টেম্বর বেলা ১১টায় আমার অফিসে ডাকা হয়েছে।