প্রতিনিধি, নওগাঁ : ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’-এই প্রতিপাদ্যে নওগাঁয় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞানমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাজ্ঞণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
সেমিনারে বক্তারা বিজ্ঞানভিত্তিক সমাজ গঠন, আগামীর সমৃদ্ধি ও উদ্ভাবনী শক্তির বিকাশের ওপর গুরুত্ব আরোপ করেন। মেলায় ৩০টি স্টলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ক্ষুদেবিজ্ঞানীরা তাদের নিজেদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি প্রদর্শন করে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীর মাঝে সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং সাফল্য আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সামসুল হক, জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।