প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলায় হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা চারা রোপণের যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার বকাপুর মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধান চাষে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের ম্যধ্যমে ১৫০ বিঘা চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ। এসময় আরও উপস্থিত ছিলেন নওগাঁর উপপরিচালক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী প্রমুখ।