Print Date & Time : 16 September 2025 Tuesday 10:07 am

নওগাঁয় সাত হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্য

প্রতিনিধি, নওগাঁ: নওগাঁ জেলায় চলতি রবি মৌসুমে প্রায় সাত হাজার জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এরই মধ্যে কৃষকরা তাদের জমিতে ভুট্টা রোপণ করতে শুরু করেছেন। কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে, চলতি বছর ভুট্টা চাষের ক্ষেত্রে সাড়ে চার হাজার প্রান্তিক ও ক্ষুদ্র চাষির মধ্যে সরকারি প্রণোদনা  দেয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক কৃষিবিদ আবু হোসেন জানিয়েছেন,  চলতি রবি মৌসুমে নওগাঁয় ছয় হাজার ৭৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধার্যকৃত জমিতে এ বছর ৮৫ হাজার ২১ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উপজেলাভিত্তিক ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২২০ হেক্টর, রানীনগর উপজেলায় ৪৬০ হেক্টর, আত্রাই উপজেলায় চার হাজার ৭২৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১২৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২৯০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৯০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৪১০ হেক্টর, সাপাহার উপজেলায় ৩০ হেক্টর, পোরশা উপজেলায় ৩০ হেক্টর, মান্দা উপজেলায় ৩৬০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৫০ হেক্টর জমিতে।

ভুট্টা চাষে কৃষকদের উৎসাহিত করতে যথারীতি জেলার চার হাজার ৫০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে সরকারী প্রণোদনার অংশ হিসেবে বীজ, এমওপি এবং ডিএপি সার প্রদান করা হচ্ছে।

কৃষি বিভাগের সূত্রে জানা গেছে, প্রত্যেক কৃষককে এক বিঘা জমির বিপরীতে দুই কেজি করে বীজ, ১০ কেজি করে এমওপি সার এবং ২০ কেজি করে ডিএপি সার প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে। সরকারি হিসেবে প্রতি কেজি বীজের মূল্য ৪০০ টাকা, প্রতি কেজি এমওপি ১৩ টাকা এবং প্রতি কেজি ডিএপি ১৪ টাকা। সে হিসেবে প্রণোদনা দেয়া বীজ ও সারের মোট মূল্য ৫৪ লাখ ৪৫ হাজার টাকা।