Print Date & Time : 31 August 2025 Sunday 3:16 am

নওগাঁর মহাদেবপুরে গোডাউনে আগুন

প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজী হাটে গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে ওই তুলার গোডাউনে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। প্রাথমিকভাবে তারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পতœীতলা উপজেলা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

নওগাঁ জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান  বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত কীভাবে, সেটা এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।