Print Date & Time : 2 September 2025 Tuesday 3:19 pm

নওগাঁয় অনলাইন অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ

নওগাঁ প্রতিনিধি : আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ডিগ্রীর মোড় প্রভাতী মহিলা সমিতি প্রশিক্ষণ কেদ্রে নওগাঁ জেলা প্রশাসকের অর্থায়নে অনলাইন অফিস ব্যবস্থাপনা-সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ।
এতে প্রশিক্ষক ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, জেলা সমাজসেবা উপপরিচালক নূর মোহাম্মদ, সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোকসেদ আলী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার।
এ সময় অন্যদের মধ্যে প্রভাতী মহিলা সমিতির নির্বাহী সম্পাদক নারী উদ্যেক্তা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আখতার, ব্র্যাকের জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি নারী উদ্যেক্তারা উপস্থিত ছিলেন।
এ সময় অনলাইন অফিস ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিনব্যাপী বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নারী উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।