প্রতিনিধি, নওগাঁ : নওগাঁয় দ্বিতীয়বারের মতো সাধারণ আনসারদের মৌলিক (বিশেষ ধাপ-২য়) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ, কৃতী ও চৌকস প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক রাসেল আহমেদ, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, নওগাঁ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলামসহ অত্র রেঞ্জ পরিচালক ও জেলা কমান্ড্যান্ট এবং আনসার-ভিডিপির কর্মকর্তারা।
প্রশিক্ষণে ২০২ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে এ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে শ্রেষ্ঠ ড্রিল সোহান মৃধা, শ্রেষ্ঠ ফায়ারার নাইম ইসলাম এবং চৌকস ইমরান আলীকে কৃতী প্রশিক্ষণার্থী হিসেবে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

Print Date & Time : 19 August 2025 Tuesday 9:43 am
নওগাঁয় আনসারদের মৌলিক প্রশিক্ষণেরসমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
সারা বাংলা ♦ প্রকাশ: