Print Date & Time : 30 August 2025 Saturday 4:30 pm

নওগাঁয় পুলিশের বডিওর্ন ক্যামেরা চালু

প্রতিনিধি, নওগাঁ: নওগাঁয় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় শরীরে বডিওর্ন ক্যামেরা ও টেকটিক্যল বেল্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, বিভিন্ন অভিযানে পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করা হয়। পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ক্যামেরা ব্যবহারের ফলে এমন বিতর্ক আর থাকবে না।

পুলিশ সুপার আরও বলেন, অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়। আগামীতে পুলিশের শরীরে বডিওর্ন ক্যামেরা চালু থাকবে। আশা করি এর ফলে অভিযানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার সুরাইয়া আক্তার, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল উপস্থিত ছিলেন।