নওগাঁয় মাতৃপূজার আয়োজন

প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তির মাধ্যমে সকল মানুষের প্রতি ভালোবাসা জাগ্রত করার প্রত্যয় নিয়ে মাতৃপূজার অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সনাতন বিদ্যাপীঠ এর উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জীউ মন্দির প্রাঙ্গণে এ মাতৃপুজা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ৩ শতাধিক ছেলে ও কন্যা সন্তান তাদের মায়ের চরনে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করেন। মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় মাতৃপূজা। সারিবদ্ধ ভাবে চেয়ারে বসেন মায়েরা। আর পায়ের নিচে পূজার থালা নিয়ে বসেন সন্তানরা। এর পর মঙ্গল প্রদিপ জালিয়ে শুরু হয় মাতৃপূজার আনুষ্ঠানিকতা। সন্তানরা মায়ের পা ধুয়ে নিবেদন করেন পুষ্পাঞ্জলি।

আয়োজকরা বলেন, মায়ের প্রতি এই অনুপম নিদের্শন শুধু আজকের দিনের জন্য নয়। নতুন প্রজন্মের মানবিক সত্তাকে জাগ্রত করার উদ্দেশ্যে করা হয়েছে এমন আয়োজন।

অল্পনা রাণী বলেন, মাকে দেবির আশনে বসিয়ে পূজা করলাম আজ। মা কোন দেবতা চেয়ে ছোট না। বাবা-মা সবচেয়ে বড় দেবতা। মাকে অবহেলা বা অবজ্ঞা করে দুরে সরে না গিয়ে সারা জীবন ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শণ করবো এই ওয়াদায় করলাম আজ।

আরতি রাণি জানান, মায়েরা সন্তানদের ভালোবাসেন নি:স্বার্থক ভাবে। কোন প্রতিদান চান না মায়েরা। তবু সন্তানের এমন ভালোবাসায় সম্মানিত হয়েছি আমরা। দীর্ঘদিন বেঁচে থাকুক সন্তানেরা এই আর্শিবাদই করি সারাক্ষণ।

রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি, তপন কুমার সেন বলেন, ধর্মিয় নৈতিক মূল্যবোধ সন্তানদের মাঝে জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন অনুষ্ঠান।

নওগাঁ -৩ আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার বলেন, প্রতিটি ধর্মেই রয়েছে বাবা মাকে ভালো বাসার কথা। বাবা মাকে ভালোবাসার মধ্যে দিই সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম। প্রধান বক্তা ছিলেন রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি তপন কুমার সেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন।

দিনব্যাপী এ অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল সন্তান কর্তৃক জীবন্ত মাতৃপূজা, রুদ্রানী নৃত্য, দূর্গা দুর্গতি নাশিনী, মা দূর্গার নৃত্য (ধর্মীয় নৃত্য পরিবেশনা), মায়ের রুপে বাংলার রুপ, ছোটদের নাটক ও সনাতন ধর্মীয় সঙ্গীত পরিবেশন।