প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে নওগাঁ -রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের পূর্বপার্শ্বে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামের প্রনয় সরকারের ছেলে পিনাকি সরকার (৩৫) এবং দ্বারিয়াপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৪৭)।
স্থানীয়রা জানান, পিনাকি এবং শরিফুল তারা দুজনেই পেশায় নির্মাণ শ্রমিক। সকালে তারা দুজনে তাদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে তাদের পেশাগত কাজে মান্দার ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন।
পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের পূর্বপার্শ্বে আলহাজ্ব সাত্তার-সুমাইয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এলাকায় একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে নওগাঁগামী অপর একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পিনাকি সরকার মারা যান।
এই ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের আরোহী শরিফুল ইসলামকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।