নওগাঁয় ১৫ ব্যাগ রক্তসহ আটক ১

শেয়ার বিজ প্রতিনিধি, নওগাঁ: নওগাঁয় অবৈধভাবে সংরক্ষণ করা মানুষের বিভিন্ন গ্রুপের ১৫ ব্যাগ রক্তসহ মিলন জোয়ার্দার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১২টায় সদর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে রক্তসহ তাকে আটক করা হয়। আটক মিলন পিরোজপুর গ্রামের আবদুল খালেক জোয়ার্দারের ছেলে। এ ঘটনায় নওগাঁ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার আশিষ কুমার সরকার থানায় মামলা করেছেন।
সদর থানার ওসি আবদুল হাই জানান, মিলন জোয়ার্দার বিভিন্ন মাদকসেবীদের তার বাড়িতে এনে অবৈধভাবে রক্ত সংগ্রহ করেন। পরে রক্তগুলো বিভিন্ন ক্লিনিকে সরবরাহ করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ফ্রিজে সংরক্ষণ করা ১৫ ব্যাগ (৬ হাজার ৫৭০ মিলি) বিভিন্ন গ্রুপের রক্ত উদ্ধার করে। সেই সঙ্গে তাকে আটক করা হয়।