Print Date & Time : 15 August 2025 Friday 5:19 pm

নওগাঁ ও সান্তাহার পৌরশহর বিদ্যুৎহীন

প্রতিনিধি, নওগাঁ: নওগাঁ শহরের কাঠালতলী বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রটির কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা।

আগুন লাগার পর নওগাঁ পৌর শহর ও সান্তার পৌর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নেসকো লিমিটেড (নর্দান ইলেক্ট্রেসিটি সাপ্লাই কোম্পানি) নওগাঁ কার্যালয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রটির কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কিছুক্ষণ পরে নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। বৈদ্যুতিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা হতে পারে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আগুন লাগার সময় অনেক দূর থেকে কন্ট্রোল রুমের জানালা দিয়ে আগুনের শিখা দেখা যায়। অগ্নিকাণ্ডে কন্ট্রোল রুমে থাকা নানা যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নওগাঁ নেসকোর উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন বলেন, ‘ঠিক কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাতÑতা এখনও সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা হতে পারে। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আগুন লাগার পর পুরো নওগাঁ পৌর শহর ও সান্তাহার পৌরসভার কিছু অংশ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঠিক কতক্ষণ নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে নওগাঁ নেসকোর কর্মীরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন। এছাড়া রাজশাহী থেকে নেসকোর একটি বিশেষজ্ঞ দল আসছেন সহায়তা করতে।’