Print Date & Time : 14 September 2025 Sunday 11:10 am

নওগাঁ সীমান্তে ৭৫ শতক জমি ফেরত পেলো বাংলাদেশ

প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর আগ্রাদিগুণ সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হয়েছে। ৭৫ শতক জমি ফেরত পেলো বাংলাদেশ।

বুধবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পর্যায়ে যৌথ মাপযোগ শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তাগণ ও ভূমি জরিপ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন।

স্থানীয়রা জানান, আগ্রাদ্বিগুন সীমান্তে সীমানা ও ৭৫ শতাংশ জমির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। জমিটি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে। দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশের কৃষকরা চাষাবাদ করে আসছিলেন। চলতি মৌসুমে চাষাবাদে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাধা দিলে দ্বন্দ্ব নিরসনে ১৪ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক আহবান করা হয়।

লে. কর্নেল হামিদ বলেন, দীর্ঘদিন থেকে এই জমা নিয়ে বিরোধ চলছিল। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে মাপজোক শেষে তারা আমাদের এই ৭৫ শতাংশ জমি আজ বুঝিয়ে দিয়েছে।