Print Date & Time : 8 July 2025 Tuesday 7:41 pm

নওয়াজ শরিফকে আট সপ্তাহের জামিন

শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শারীরিক অবস্থার অবনতি ঘটায় দেশটির আদালত তাকে আট সপ্তাহের জামিন দিয়েছেন। গত মঙ্গলবার অসুস্থ এ প্রধানমন্ত্রীকে জামিনের আদেশ দিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পাকিস্তানের দুবারের সাবেক এই প্রধানমন্ত্রী। ওই সময় হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, নওয়াজের রক্তে প্ল্যাটিলেট ভয়াবহ মাত্রায় কমে গেছে।

গত সোমবার রাতে পাকিস্তানের দুর্নীতিবিরোধী কারাগার থেকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয় ৬৯ বছর বয়সি শরিফকে। ওই দিন রক্তে প্ল্যাটিলেটের মাত্রা দুই হাজারের নিচে নেমে আসে।