Print Date & Time : 11 September 2025 Thursday 3:40 am

নকলায় ব্রহ্মপুত্র নদের বাঁধ নির্মাণকাজ উদ্বোধন

প্রতিনিধি, শেরপুর : শেরপুরের নকলায় ব্রহ্মপুত্র নদের তীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের জামালপুর অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীসহ ঠিকাধারী প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ১৮০ মিটার বাঁধ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ২৩ হাজার ২০৫ টাকা।

উল্লেখ্য, গত ১২ আগস্ট জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার ব্রহ্মপুত্র নদের তীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং নদীর তীর ভাঙন রোধে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানান।