Print Date & Time : 18 August 2025 Monday 4:49 am

নকলা উপজেলা চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলী চৌধুরী মনিরের ঝুলন্ত লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে থানার পাশের ফল পট্টি মোড়ের নিজ বাসার দরজা ভেঙে এই বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী।

ওসি আরো বলেন, ‘আমরা খবর পেয়ে এসেছি। মাহবুব আলী চৌধুরীর ঝুলন্ত লাশ পেয়েছি নিজ বাসার কক্ষে। বাড়ির লোকজন সকালে ওনার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়।’

ওসি আরো জানান, ‘সম্ভবত এটা আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের পরই পুরোপুরি তা নিশ্চিত হওয়া যাবে।’

মাহবুব আলী চৌধুরী মনির এবার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পরপর কয়েকবার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার ভাই মরহুম জাহেদ আলী চৌধুরী জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন।