মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতে নিলেন ঢাকার পালোয়ান মাহবুব হায়দার। আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে গত মঙ্গলবার বিজয়ীর কাছে পুরস্কার হস্তান্তর করেছে নগদ। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। নগদের মেগা ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায়ে নগদ গ্রাহকের দেয়া ভোটে সেরা দশজনকে বাছাই করে নগদ। চার লাখ ৭৩ হাজার ২৭টি ভোট পেয়ে তালিকায় সবার ওপরে থেকে ঢাকার পালোয়ান মাহবুব হায়দার জিতে নেন নগদের বিএমডব্লিউ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 9 September 2025 Tuesday 1:19 pm
নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব
করপোরেট কর্নার ♦ প্রকাশ: