ক্ষুদ্র সঞ্চয়কারীদের আর্থিক সেবা আরও সহজ করতে বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। চুক্তির আওতায় বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে সঞ্চয় অ্যাকাউন্ট খোলা ও আমানত সংগ্রহ, এসএমই ঋণ প্রদান ও প্রদেয় ঋণের কিস্তি সংগ্রহ, ফ্যাক্টরিং ঋণ প্রদানসহ বিবিধ ডিজিটাল লেনদেন-সংক্রান্ত সেবা নগদের মাধ্যমে প্রায়া যাবে। গতকাল বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ এবং নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি
