Print Date & Time : 2 September 2025 Tuesday 1:57 pm

নগদ ফাইন্যান্সকে অর্থায়ন ব্যবসার লাইসেন্স ইস্যু

নিজস্ব প্রতিবেদক:নগদ ফাইন্যান্স পিএলসিকে চূড়ান্ত লাইসেন্স ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে নগদ ফাইন্যান্সের অর্থায়নে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না।

গতকাল কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ-সংক্রান্ত নগদ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ নগদ ফাইন্যান্সকে চূড়ান্ত অনুমোদন দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নগদ ফাইন্যান্সের ঠিকানা ডেল্টা ডালিয়া টাওয়ার, ৩৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। একই ঠিকানা মোবাইল ফোনে আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদেরও। আর্থিক প্রতিষ্ঠান নগদ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদেও রয়েছেন মোবাইল ফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের মালিকানায় থাকা ব্যক্তি ও কর্মকর্তারা।

গভর্নর আব্দুর রউফ তালুকদার গত জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকে যোগ দেয়ার পর প্রতিষ্ঠানটিকে প্রাথমিক অনুমোদন দেয়া হয়। জানা গেছে, এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডে নগদ ফাইন্যান্সের শেয়ার থাকবে ৫১ শতাংশ। বাকি শেয়ার বেসরকারি খাতের বিভিন্ন ব্যক্তির।