Print Date & Time : 5 July 2025 Saturday 1:52 pm

নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭১ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৩ টাকা ২১ পয়সা (ঘাটতি)। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৯ এপ্রিল বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।

১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪১৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ২৬৯ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির মোট ৪১ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৪৮৫টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের ৫৬ দশমিক ৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৭ দশমিক ৯৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের ১ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ১৪ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে। এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর এক দশমিক ৮৩ শতাংশ বা ৭০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ৩৭ টাকা ৫০ পয়সা। দিনজুড়ে ৬৫ হাজার ৭৫২টি শেয়ার মোট ২০৪ বার হাতবদল হয়, যার বাজারদর ২৪ লাখ ৭০ হাজার টাকা। দিনভর কোম্পানিটির শেয়ার ৩৭ টাকা ২০ পয়সা থেকে ৩৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। তবে গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ৩৭ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৬ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

এদিকে সমাপ্ত ২০২২ হিসাববছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিয়েছে আইডিএলসির পর্ষদ। আলোচ্য হিসাববছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯১ কোটি ৪৫ লাখ টাকা, আগের হিসাববছরে যা ছিল ২১১ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ২০ কোটি ১৫ লাখ টাকা। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৬১ পয়সা, আগের হিসাববছরে যা ছিল ৫ টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সায়, আগের হিসাববছর শেষে যা ছিল ৪০ টাকা ৩৯ পয়সা। এদিকে এককভাবে ২০২২ হিসাববছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬১ কোটি ৯৬ লাখ টাকা, আগের হিসাববছরে যা ছিল ১৫৭ টাকা ৬২ পয়সা। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির এককভাবে ইপিএস হয়েছে ৩ টাকা ৯০ পয়সা, আগের হিসাববছরে যা ছিল ৩ টাকা ৭৯ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাববছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১১ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাববছরে যা ছিল ২৫৪ কোটি ৫ লাখ টাকা। ২০২০ হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ। তবে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জারীকৃত লভ্যাংশ নীতিসংক্রান্ত সার্কুলারের কারণে কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এর পরিবর্তে ১৫ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। সে অনুসারে আলোচ্য হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।