Print Date & Time : 13 September 2025 Saturday 7:35 pm

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ম্যারিকো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) জন্য ঘোষিত দ্বিতীয় অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর আগে চলতি বছরের প্রথম প্রান্তিকের জন্য ৪৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ম্যারিকো বাংলাদেশ। ম্যারিকো প্রদত্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৩২ টাকা ৬৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩৪ টাকা ২৯ পয়সা। অর্থাৎ, আগের বছরের তুলনায় ইপিএস এক টাকা ৬২ পয়সা কমেছে। এছাড়া ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৩ পয়সা, যা ২০২১ সালের ৩০ জুন ছিল ৮৫ টাকা ৩৭ পয়সা। এছাড়া প্রথম প্রান্তিকে তাদের শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩০ টাকা ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ টাকা ৩৮ পয়সা।

কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ২১০ কোটি ৩৪ লাখ টাকা। ম্যারিকোর মোট তিন কোটি ১৫ লাখ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ১৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দুই দশমিক ৩৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে এক দশমিক ৫১ শতাংশ শেয়ার।

ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোট ৮০০ নগদ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১২ টাকা ৮২ পয়সা এবং ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ৩৭ পয়সা। আর এ হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১১৪ টাকা ৪৬ পয়সা।