Print Date & Time : 4 September 2025 Thursday 7:43 pm

নগদ লভ্যাংশ পাঠিয়েছে তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো : তশরিফা ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাববছরে তশরিফা ইন্ডাস্ট্রিজ পাঁচ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে দুই দশমিক পাঁচ শতাংশ নগদ। আলিফ ম্যানুফ্যাকচারিং এক দশমিক পাঁচ শতাংশ ও আলিফ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।